New Update
/anm-bengali/media/media_files/HW8dG1H0flpWu6XpopSK.jpg)
দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : খড়গপুর স্টেশনে স্বচ্ছ ভারত অনুষ্ঠানে যোগদান দিলেন দিলীপ ঘোষ।
কেন্দ্রীয় সরকারের স্বচ্ছ ভারত অনুষ্ঠানে আজ খড়গপুর রেলের পক্ষ থেকে খড়গপুর স্টেশন চত্বরে স্বচ্ছ ভারত অভিযান করা হয়। সেখানে মেদিনীপুরের সংসদ দিলীপ ঘোষ, ডিআরএম সহ রেলের আধিকারিকদের হাতে ঝাঁটা নিয়ে এলাকা পরিষ্কার করতে দেখা যায়।তারপরই বিভইন্ন ইস্যুতে প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিজপি সাংসদ। দিল্লিতে তৃণমূলের ধর্না কর্মসূচি নিয়েও খোলেন মুখ।
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us