বিদেশ থেকে কি নিয়ে ফিরবেন? সুর চড়ালেন দিলীপ

স্পেন সফরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিনিয়োগ আনতে এই সফর বলে আগেই জানিয়েছিলেন তিনি। শিল্প কি আসবে? উত্তর সময় দেবে। তবে মমতা ব্যানার্জি বিদেশ থেকে কী নিয়ে ফিরবেন তার পূর্বাভাস দিসেন দিলীপ ঘোষ।

author-image
Pallabi Sanyal
16 Sep 2023
ade

ফাইল ছবি

দিগ্বিজয় মাহালী, পশ্চিম মেদিনীপুর : সপ্তাহান্তে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরের বোগদা এলাকায় বিজেপির কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে চা চক্র করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। আর সেখান থেকে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিদেশ সফর নিয়ে।   ভারতীয় জনতা পার্টি  যখন আমার মাটি, আমার দেশ নিয়ে সারাদেশে অভিযান চালাচ্ছে, সেই সময় বিদেশ সফরে মুখ্যমন্ত্রীল মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ থেকে তিনি কী নিয়ে ফিরবেন? উত্তরে দিলীপ বলেন, ''বিজেপির সঙ্গে মুখ্যমন্ত্রীর পার্থক্য এখানেই। বিজেপি আমার মাটি, আমার দেশের প্রচারাভিযান চালাচ্ছে। আর মমতা ব্যানার্জি বিদেশের মাটিতে গিয়ে মর্নিং ওয়ার্ক করছেন।পশ্চিম বাংলায় ওনারা কিছু করেননি। কেউ তাকে বিশ্বাস করে না। বিদেশে গিয়ে নিজের ইমেজ তৈরি করছেন। ছবি তুলছেন বিদেশিদের সঙ্গে। আর দেখাচ্ছেন আমি বিরাট কিছু করছি। আমি জানি না হাতে করে কি নিয়ে আসবেন। যতবার বিদেশে গেছেন খালি হাতে ফিরে এসেছেন। এবারও বোধহয় সেরকমই হবে।''