অভিষেকের সঙ্গে কী সম্পর্ক জঙ্গলমহলের? মুখ খুললেন দিলীপ

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েও কেন করেনি কুড়মিরা, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন দিলীপ ঘোষ। এ নিয়ে পাল্টা দিয়েছেন অভিষেক। তার পাল্টা দিলেন এবার বিজেপি নেতা।

author-image
Pallabi Sanyal
New Update
১১

নিজস্ব সংবাদদাতা : কুড়মিদের ক্ষোভের মুখে পড়ে তৃণমূলকে নিশানা করে সেটিংয়ের রাজনীতির অভিযোগ তুলেছিলেন খড়গপুরের সাংসদ দিলীপ ঘোষ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েও কেন করেনি কুড়মিরা, তা নিয়ে তুলেছিলেন প্রশ্ন। পুরুলিয়ার সভা থেকে কুড়মি সম্প্রদায়ের উদ্দেশ্যে পাল্টা দিলীপ ঘোষের বাড়ি ঘেরাওয়ের ডাক দিয়েছিলেন অভিষেক, বৃহস্পতিবার তারই পাল্টা দিলেন দিলীপ। কুড়মিরা ইতিমধ্যেই তার বাড়ি ঘেরাও করে নিয়েছে। সেটা যে তারা করবে তা আগেই বুঝতে পেরেছিলেন বলে মন্তব্য করেন বিজেপির সর্ব ভারতীয় সভা সভাপতি। কুড়মি নেতাদের অনেকেই তৃণমূলের দালালি করছে বলে সুর চড়িয়েছেন দিলীপ। তৃণমূলের থেকে টাকা নিয়েই নাকি বিজেপিকে আটকানোর চেষ্টা হয়েছিল। এমনই তার দাবি। দিলীপ বলেন, পুরুলিয়া থেকে তার বাড়ি ঘেরাওয়ের লোক আনা হয়েছিল।  মেদিনীপুর কিংবা ঝাড়গ্রামের লোক ছিল না। যে বাসে করে পুরুলিয়া থেকে মেদিনীপুরে পৌঁছেছিল বিক্ষোভকারীরা  তার ভাড়া ২০-২৫ হাজার টাকা। কে খরচ জুগিয়েছিল? প্রশ্ন তোলেন দিলীপ। তৃণমূল খরচ দিয়েছে বলে নিশানা করেন বিজেপি নেতা। বলেন, তিনি যা বলেছিলেন তা প্রমাণ হয়ে গিয়েছে। ডায়মণ্ডহারবারের সাংসদের মুখে খড়গপুরের সাংসদের বাড়ি ঘেরাওয়ের কথা শুনে জঙ্গলমহলের সঙ্গে অভিষেকের কী সম্পর্ক সে নিয়েও নিশানা করেছেন দিলীপ ঘোষ। কটাক্ষের সুরে বলেন, ''দিলীপ ঘোষ জঙ্গলমহলের লোক।  অভিষেকের সঙ্গে কী সম্পর্ক? কালীঘাটে বসে বসে বলে দিচ্ছেন,  জঙ্গলমহল হাসছে। সেটিং-এর রাজনীতি বন্ধ করুন। কুড়মি সমাজকে বিপথে পরিচালনার চেষ্টা বন্ধ করুন।''