/anm-bengali/media/media_files/HUY3Hn184HZ5W7FakvOX.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি তৃণমূল সুপ্রিমোও বটে। এদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেকে সুপার সিএম বলে মনে করছেন বলে এক হাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে উঠে গিয়ে অভিষেক সকলকে ধমকে চমকে ঠান্ডা করার চেষ্টা করছেন বলে সুর চড়ালেন সোমবার নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমন সেরে।
প্রসঙ্গত, রবিবার মতুয়াদের বিক্ষোভের জেরে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরনগরে পৌঁছনোর আগেই বন্ধ করে দেওয়া হয় মতুয়া গড়ের মূল মন্দিরের দরজা। বাধ্য হয়ে তাই পাশের মন্দিরে পুজো দিতে হয় তৃণমূল নেতাকে। অভিষেকের সঙ্গে একডজন বিধায়ক-মন্ত্রীকে দেখা গেলেও মূল মন্দিরে প্রবেশ করতে পারেননি তিনি। আর এ নিয়ে সুর চড়িয়ে দিলীপ বলেন, শান্তনু ঠাকুর শুধু সাংসদ নন, মতুয়াদের সংঘাধিপতি। মন্দিরে কাকে ঢুকতে দেওয়া হবে, কাকে ঢুকতে দেওয়া হবে না সেটা ঠিক করবে মন্দির ট্রাস্ট। মতুয়াদের নিয়ে রাজনীতি করার অভিযোগ তুলেছেন শাসকদলের বিরুদ্ধে। শুধু তাই নয়, এত দিন কেন ঠাকুরনগরের ঠাকুরবাড়ির মন্দিরের কথা মনে পড়েনি অভিষেকের সেই প্রশ্নও তুলেছেন দিলীপ। বলেছেন, ''নিজের বাড়ির কাছে কালীঘাট কতবার গিয়েছেন আমার সন্দেহ আছে! ঠাকুর বাড়ি গিয়ে মাথা "ঠুকলেই কি মতুয়ারা সব পুজো করবে?''
ঠাকুরনগরে অশান্তির পরিবেশের পাশাপাশি বিজেপি নেতা মুখ খোলেন নির্বাচন কমিশনের মনোনয়ন জমাকেন্দ্র এক কিলোমিটারের মধ্যে ১৪৪ ধারা জারি করার বিষয়েও। খড়গপুরের সাংসদ বলেন, ''হয়তো বিজেপির জন্যই জারি হয়েছে ১৪৪ ধারা। তৃণমূলকে নিশানা করে বলেন, ওরা মারপিট করলে যাতে না আমরা বাধা দিতে পারি তার জন্য ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ থেকে মনোনয়ন বেশি হবে, গন্ডগোলও বেশি হবে।তৃণমূল কংগ্রেসের লোকেরাই ১৪৪ ধারা কিছু মানে না। পুলিশ নেই, সিভিক পুলিশ লাঠি হাতে গরু তাড়াচ্ছে। তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের গায়ে হাত বোলাচ্ছে। বোঝাই যাচ্ছে সেটিং।''
প্রসঙ্গত, সোমবার থেকে মনোনয়নকে কেন্দ্র করে ব্যাপক অশান্তি ছড়াবে বলে আগেই পূর্বাবাস দিয়েছিলেন দিলীপ ঘোষ। তিনি বলেছিলেন, মনোনয়নে বিজেপিই এগিয়ে। বিরোধীদের মনোনয়নে বাধা দিতেই বাড়বে অশান্তি। এরপরেও কীভাবে শান্তিতে ভোট হবে তা নিয়ে উঠছে প্রশ্ন। এদিকে ১৪ জুনের সর্বদলীয় বৈঠকে কী হতে চলেছে, ভোট নিয়ে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় কিনা সেই দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us