/anm-bengali/media/media_files/aQqZVrBchcqlrvsfk867.jpg)
নিজস্ব সংবাদদাতা : ফের একবার তৃণমূলকে সরাসরি আক্রমণ শানালেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ দুর্গাপুরের শংকরপুরে চা চক্রে বেরিয়ে তৃণমূলকে ফের তোপ দাগেন তিনি। ২০৩১-এ মুসলিম মুখ্যমন্ত্রী ছাড়া বাংলায় ভোট হবে না। আর তখন হিন্দুদের বাংলা ছেড়ে বিহার-ঝাড়খণ্ডে আশ্রয় নিতে হবে,এমনটাই দাবি করলেন তিনি। পাশাপাশি ২০২৬-এ তৃণমূল ফিরলে উপ মুখ্যমন্ত্রী হবেন ফিরহাদ হেকিম এমনটাই জানালেন তিনি। এরপর ২০১১ সালের বিধানসভা ভোটের উদাহরণ টেনে তৃণমূলকে বিঁধলেন তিনি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/04/20/PAZeIMpDlIwtMEdEevZ0.png)
তিনি দাবি করেন, “সেই সময় মিলিটারি নামানো হয়েছিল বলেই তৃণমূল ক্ষমতায় এসেছে। না হলে সিপিএম ভোট চুরি করে ফের ক্ষমতায় বসত।” তাঁর বক্তব্য,''এখন নির্বাচন কমিশন এসআইআর (sir) নিশ্চিত করেছে। পরিস্থিতি যাই হোক না কেন, সেনা-আধাসেনা নামানো হবে। প্রয়োজনে এপ্রিলের মধ্যেই রাষ্ট্রপতি শাসন জারি করে “দিদিমণিকে কালীঘাটে পাঠানো হবে।”
এরপর তিনি বলেন, “এসআইআর তৃণমূলের কাছে জীবনকাটি মরণকাটি। তাই আটকানোর চেষ্টা করছে। কিন্তু কোনওভাবেই তা আটকানো যাবে না। প্রায় এক কোটি ভোট বাদ যাবে, দিদিমণি কালীঘাটে যাবেই।”
যদিও এই বিষয়ে রাজনৈতিক মহলের মত, এই ধরনের বাড়াবাড়ি মন্তব্যের ফলে দলের মধ্যে দিলীপ ঘোষের কৌশলগত গুরুত্ব ক্রমেই কমছে। প্রচারের ঝাঁজ আছে বটে, কিন্তু দলের বাস্তব রাজনৈতিক মাঠে তাঁর স্থান সীমিত হচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us