সুর পরিবারের পারিবারিক পূজায় দিলীপ ঘোষ

সুর পরিবারের পারিবারিক পূজায়  উপস্থিত হলেন বিজেপি নেতা তথা প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-09-28 10.45.58 AM

নিজস্ব সংবাদদাতা: বাঙালির সবচেয়ে বড় উৎসব হল দুর্গ উৎসব। গতকাল রাতে মহাপঞ্চমির  তিথিতে পশ্চিম মেদিনীপুর জেলার বালিচকের হরিহরপুরের সুর পরিবারের পারিবারিক দুর্গ উৎসবে উপস্থিত ছিলেনবিজেপি নেতা  দিলীপ ঘোষ।

এই পূজো এ বছরে ৭৮ তম বছরে পদার্পণ করলো।গাড়ি থেকে নামার সঙ্গে সঙ্গেই ফুলের মালা পরিয়ে দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানানো হয়। ফিতে কেটে ও প্রদীপ জ্বালিয়ে সুর পরিবারের পুজো উদ্বোধন করেন দিলীপ ঘোষ। এছাড়া উপস্থিত ছিলেন দলের বিভিন্ন কর্মী সমর্থকরা।