New Update
/anm-bengali/media/media_files/FnUOuhrAbZgcsI3eZkTv.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : সাত সকালেই মেজাজ হারালেন দিলীপ ঘোষ। স্থানীয় নেতৃত্বকে রাজনীতি ছেড়ে গরু চরানোর নিদান দিলীপ ঘোষের। পরিকল্পনাহীন কর্মসূচির জন্য স্থানীয় নেতৃত্বকে একহাত নিলেন বিজেপি প্রার্থী। বুধবার সকালে দুর্গাপুরের সাগরভাঙ্গায় প্রাতঃভ্রমণ ও চা চক্রের আয়োজন করেছিল স্থানীয় নেতৃত্ব। সেখানে পৌঁছেই মেজাজ হারান দিলীপ ঘোষ।
প্রসঙ্গত উল্লেখ্য, মাত্র দিনকয়েক আগেই এই সাগরভাঙ্গাতেই চা চক্র ও প্রাতঃভ্রমণ করে গেছেন তিনি। ফের ওই একই জায়গায় কর্মসূচি নেওয়ায় দলীয় নেতৃত্বের ওপর যথেষ্ট বিরক্ত তিনি। কে এই কর্মসূচির পরিকল্পনা করছে তা খোঁজ নিচ্ছেন বলে জানান তিনি।
/anm-bengali/media/post_attachments/f1e343b980102a8c872fd7e9ddf4a2701403804bd5b4e399c5509199fcee8ef6.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us