/anm-bengali/media/media_files/XLNar2mGZzMTnOcKOMvo.jpg)
নিজস্ব সংবাদদাতা, দুর্গাপুর: কাজ সেরে বাড়ি ফেরা হলো না। রাস্তাতেই ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। মিনি বাসের ধাক্কায় মৃত্যু হল পরিচারিকার। আরো বেশ কয়েকজন আহত হয়েছে। ব্যাপক উত্তেজনা দুর্গাপুর থানার আকবর রোডে। জানা গিয়েছে পরিচার নাম সালমা বিবি (৫০)। দুর্গাপুরের প্রান্তিকা বস্তির বাসিন্দা।
/anm-bengali/media/post_attachments/a0f0b77e-200.png)
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, সালমা বিবি আকবর রোডের একটি বাড়ি থেকে পরিচারিকার কাজ সেরে পায়ে হেঁটে বাড়ি ফিরছিলেন।তখনই বেপরোয়া গতিতে বেনাচিতি দুর্গাপুরের রুটের একটি ফাঁকা মিনিবাস রোড প্রান্তিকার দিকে যাওয়ার সময় সালমা বিবিকে ধাক্কা মারে। তারপরেই নিয়ন্ত্রণ হারিয়ে মিনি বাসটি ঢুকে যায় একটি বাড়িতে।
চালককে আটক করে পুলিশ। আশঙ্কাজনক অবস্থায় সালমা বিবিকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। উত্তেজিত জনতা পথ অবরোধ করে শুরু করে দেন বিক্ষোভ। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।
স্থানীয় বাসিন্দা অমর্ত্য অধিকারী অভিযোগ করেন, " শহরের অতি গুরুত্বপূর্ণ রাস্তা আকবর রোড। সেই রাস্তায় প্রতিনিয়ত বেপরোয়া গতিতে যাতায়াত করে একের পর এক মিনিবাস থেকে ছোট গাড়ি। ট্রাফিকের নজরদারির অভাবেই এই ধরনের ঘটনা ঘটছে বলেও অভিযোগ তোলেন। "
/anm-bengali/media/media_files/NBAKptOTDC1TPOxAAkrY.webp)
/anm-bengali/media/media_files/h54Bm6xWWg2vQAUTQwp8.webp)
/anm-bengali/media/media_files/PbRGpAlcEowvcAUxVcOd.jpeg)
/anm-bengali/media/media_files/u3uDLlVnxcgvLqgwZpHK.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us