SBSTC-র প্রধান কার্যালয়ের ভিতরে ধর্না

কেন এই বিক্ষোভ?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-10 at 2.51.23 PM

হরি ঘোষ, দুর্গাপুর : এসবিএসটিসি এমপ্লয়িস অ্যাসোসিয়েশন এবং এসবিএসটিসি কন্টাকটার শ্রমিক ইউনিয়নের তরফে রিলে ধর্না অবস্থান কর্মসূচি। এই কর্মসূচি পালিত হল দুর্গাপুরের দক্ষিণবঙ্গ পরিবহন সংস্থার প্রধান কার্যালয় ভিতরে।

কার্যালয়ের বাইরে শ্রমিক সংগঠনের অফিস থেকে প্ল্যাকার্ড হাতে মিছিল করে প্রশাসনিক প্রধান কার্যালয় ভেতরে প্রবেশ করে, ভিতরে শ্রমিক সংগঠনের পতাকা উত্তোলন করে ধর্না মঞ্চে বসেন নেতৃত্ব সহ সংগঠনের কর্মী-সমর্থকেরা। তাদের দাবি, সরকারের নীতি ঠিক আছে কিন্তু কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তারা।

Screenshot 2025-12-10 143434