কাল ভৈরবের সান্নিধ্য পেতে ২০৫০ কিমি দণ্ডি কাটা শুরু করল ১৯ বছরের যুবক

কোথা থেকে দণ্ডি কাটা শুরু করল সে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-23 at 6.44.44 PM

হরি ঘোষ, দুর্গাপুর: যিনি প্রলয়, যিনি ধ্বংস, যিনি সৃষ্টি সেই মহাকালকে পতিরূপে পেতে কঠিন তপস্যা করতে হয়েছিল স্বয়ং পার্বতীকেও। এবার কাল ভৈরবের সান্নিধ্য পেতে কঠিন ব্রত নিল দুর্গাপুরের নারায়ণপুরের যুবক। আকাশের সাথে মিশে আছে যেখানে মহাদেবের মাথা সেই মহাদেবকে ছুঁতেই ২০৫০ কিলোমিটার দণ্ডি কাটা শুরু করল ১৯ বছরের শিবা আঁকুড়ে। তার সাথে পায়ে হেঁটে যেতে দেখা গেল এলাকার বেশ কিছু মানুষকেও। বছরের বিভিন্ন সময় অমরনাথ-কেদারনাথ যেতে দেখা যায় ভক্তদের। অনেকে কর্নাটকের আদিযোগী মন্দিরেও যান। অনেককে দেখা যায় পায়ে হেঁটেও যেতে। কয়েকদিন আগে উত্তর ২৪ পরগনার বাদুড়িয়ার  শম্ভু কাহারকে দেখা গিয়েছিল দণ্ডি কেটে কেদারনাথের উদ্দেশ্যে রওনা দিতে। এবার দুর্গাপুরের যুবককে দেখা গেল একইভাবে দণ্ডি কেটে আদিযোগী শিব মন্দিরের উদ্দেশ্যে যেতে। ওই যুবক বলেন, "আমার দীর্ঘদিনের ইচ্ছা ছিল দেবাদিদেবের কাছে এই ভাবেই যাওয়ার। সেই জন্যই আমি দণ্ডি কেটে যাচ্ছি। মহাদেবকে পেতে কষ্ট তো করতেই হবে"।

Adiyogi - The Source of Yoga at Isha Yoga Center