/anm-bengali/media/media_files/yTarIv8nwdXajKNwKPhv.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : ঠাকুরনগরের মানুষদের জন্য সুখবর। উদ্বোধন হল নতুন প্ল্যাটফর্ম।ঠাকুরনগরে নতুন প্লাটফর্ম নির্মাণ,পুরনো প্লাটফর্ম সম্প্রসারণের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানের খণ্ডচিত্র তুলে ধরে সুখবরটি জানিয়েছেন বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর। কি পেলেন ঠাকুরনগরের মানুষরা? শান্তনু জানিয়েছেন, ২৯.৮ কোটি টাকা ব্যয়ে ঠাকুরনগর রেল স্টেশনে ৩নং প্লাটফর্ম(ল্যুপ লাইন)নির্মাণ সহ ১ ও ২নং প্লাটফর্ম সম্প্রসারণ করা হবে। কাজের খতিয়ান তুলে ধরে বিজেপি নেতা জানান, ''১ ও ২ নং প্লাটফর্ম ২৭৫ মিটার লম্বা রয়েছে; এটাকে বাড়িয়ে ৬০০ মিটার করা হবে। বর্তমানের ১২ বগির ট্রেন স্টেশনে দাঁড়াতে পারে কিন্তু প্লাটফর্মের দৈর্ঘ্য লম্বা হবার দরুন ২৪ বগির ট্রেনও ঠাকুরনগর স্টেশনে দাঁড়াতে পারবে।ফলে পরবর্তীতে দূরগামী ট্রেন চলাচলের জন্য পরিকাঠামোর দিক থেকে স্টেশন তৈরী থাকবে। একই ধারায় নতুন ৩নং প্লাটফর্ম নির্মাণ ও একটি বিদ্যুতায়িত সাধারণ লুপ লাইন, যার দৈর্ঘ্য ৭৫৫ মিটার (সংকেত থেকে সংকেত) নির্মাণ করা হবে। সমস্ত প্ল্যাটফর্মে বসার স্থান ও পর্যাপ্ত P.F শেড তৈরি করা হবে।
যেহেতু প্লাটফর্মের দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে সেহেতু নতুন একটি ৬.৫০ মিটারের ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে। নতুন ইলেকট্রনিক্স ইন্টারলকিং ভবন নির্মাণ করা হবে। ভিআইপি লাউঞ্জের প্রচলন করা হবে।''
★ সমস্ত প্ল্যাটফর্মে বসার স্থান ও পর্যাপ্ত P.F শেড তৈরী করা হবে।
— Shantanu Thakur (@Shantanu_bjp) October 30, 2023
★ যেহেতু প্লাটফর্মের দৈর্ঘ্য দ্বিগুণ হচ্ছে সেহেতু নতুন একটি ৬.৫০ মিটারের ফুট ওভার ব্রিজ নির্মাণ করা হবে।
★ নতুন ইলেকট্রনিক্স ইন্টারলকিং ভবন নির্মাণ করা হবে।
★ ভিআইপি লাউঞ্জ & প্রচলন এলাকার উন্নয়ন করা হবে।
4/4
/anm-bengali/media/media_files/zzZDE8LQjQYMWVzYTl0x.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us