Shroddha Bhattacharyya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/UIuYXJaOlmpwdVr71aFb.webp)
নিজস্ব সংবাদদাতা: ঘাটাল লোকসভার বর্তমান সাংসদ দেব তথা দীপক অধিকারী শুধু নেতাই নন, একজন খ্যাতনামা অভিনেতাও বটে।
বেশ কিছুদিন আগেই জল্পনা শুরু হয়েছিলা যে এবার বোধহয় তিনি রাজনীতির ময়দান ছেড়েই দেবেন। কিন্তু অবশেষে তা আর হয়নি।
আসন্ন লোকসভা নির্বাচনে ঘাটাল থেকে তাঁকেই আবার প্রার্থী করেছে তৃণমূল। তৃণমূলের ব্রিগেডের সভায় উপস্থিত ছিলেন না দেব। তবে সূত্রের খবর অনুযায়ী, বুধবার থেকেই তিনি প্রচারে নামছেন। আজ বিকেলে ঘাটাল পার্টি অফিস থেকে বিদ্যাসাগর মোড় পর্যন্ত রোড শো রয়েছে তাঁর।
/anm-bengali/media/media_files/Jlwb7yf13vaeEIXod9Rz.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us