Anusmita Bhattacharya
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/rob6OwkVpmgJYdB7phwf.jpeg)
নিজস্ব প্রতিনিধি: ঘাটাল পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের অন্তর্গত শুকচন্দ্রপুর থেকে হুডখোলা গাড়ি চড়ে রোড শো শুরু করলেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব।
/anm-bengali/media/media_files/veOjISYWiiB4P6XZsBvK.jpg)
শুকচন্দ্রপুর থেকে ঘাটাল পৌরসভার ২ নম্বর ওয়ার্ড আড়গোড়া শীতলা মাতা রক্ষাকালী মন্দিরে পুজো দিয়ে ৫ নম্বর ওয়ার্ড গম্ভীর নগর হয়ে ৬ নম্বর ওয়ার্ডসহ ঘাটাল পৌরসভার ১৭টি ওয়ার্ডে রোড শো করবেন ঘাটাল লোকসভা কেন্দ্রের তৃণমূল অভিনেতা প্রার্থী দেব। দেবকে দেখতে রাস্তার ধারে দাঁড়িয়ে রয়েছে উৎসুক জনতা। তাদের মধ্যে দেবকে কেউ কেউ খাইয়ে দিচ্ছে রাজভোগ, আবার কেউ খাওয়াচ্ছে অন্য কোনো মিষ্টি।
/anm-bengali/media/post_attachments/893db9771c0d24e8b425fa849e82af137bb068a370e446f9d6418632b0b87ccc.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us