ঘাটালের প্রশাসনিক বৈঠকে দেব ও রাজ্য-জেলার সচিবরা

কি নিয়ে ছিল বৈঠক?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-30 at 10.11.15 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: ঘাটালের মহকুমা শাসকের দফতরে প্রশাসনিক বৈঠক করলেন সাংসদ দীপক অধিকারী ওরফে দেব। দেব ছাড়াও বৈঠকে ছিলেন রাজ্যের স্বাস্থ্য সচিব এনএস নিগম, জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের প্রধান সচিব সুরেন্দ্র গুপ্ত, জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার, জেলাশাসক খুরশেদ আলী কাদরী, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারঙ্গী, মহকুমা শাসক সুমন বিশ্বাস সহ অন্যান্য আধিকারিকরা। ঘাটাল মহকুমার বন্যা পরিস্থিতি নিয়ে বিশেষ বৈঠক ছিল বলে জানা গিয়েছে প্রশাসন সূত্রে। প্রশাসনিক বৈঠক শেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দীপক অধিকারী ওরফে দেব। মধ্যাহ্নভোজন সারলেন দলীয় কার্যালয়ে। এরপর ঘাটাল রবীন্দ্র শতবার্ষিকী মহাবিদ্যালয়ে গভর্নিং বডির বৈঠকে যোগ দেন সাংসদ। বিকেলে বীরসিংহ গ্রামে গিয়ে বিদ্যাসাগর মহাশয়ের মূর্তিতে মাল্যদান করেন। মাল্যদান শেষে শ্যামসুন্দরপুরে ত্রাণ বিলি করেন দেব।

DEV