/anm-bengali/media/media_files/2025/07/30/whatsapp-image-2025-07-30-2025-07-30-22-14-04.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: একাধিক কর্মসূচী নিয়ে একদিকে ঘাটালে তৃণমূল সাংসদ দেব, অপরদিকে ঘাটাল পৌঁছালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। ঘাটালে দাঁড়িয়ে ফের একবার সাংসদ দেবকে কটাক্ষ দিলীপ ঘোষের। "বছরে একবার বন্যা আসে বছরে একবার দেব আসেন। আর পাঁচ বছরে একবার এসে পাগলু ড্যান্স করেন সবাই ভোট দিয়ে দেয়, আবার গালাগাল করে মানুষ"। তিনি আরও বলেন, "তিন বার এমপি হয়ে দেব মানুষের জীবনের কোনো পরিবর্তন করতে পারেননি, ঘাটালের বন্যারও কোনো পরিবর্তন করতে পারেননি। একজন অসফল সাংসদ, অসফল রাজনৈতিক নেতা। ঘাটালের ছেলে বলে লোক তাকে ভোট দিয়েছিল। তিনি সবার সাথে ধোঁকা দিয়েছেন। জল যন্ত্রণা থেকে মুক্তি পেতে হলে এবার পরিবর্তনের দরকার আছে"।
প্রসঙ্গত, ঘাটালে এক দলীয় নেতার বাড়িতে অনুষ্ঠানে যোগ দিতে যান দিলীপ ঘোষ। সেখান থেকে যান বীরসিংহে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মভিটাতে বিদ্যাসাগর স্মৃতি মন্দিরে। বিদ্যাসাগরের মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন। ঘাটালের চৌকাতে চা চক্র এবং দলীয় নেতা কর্মীদের সাথে মিটিং করবেন বলে দলীয় সূত্রে খবর।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/06/28/dilip-ghosh-2025-06-28-08-30-40.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us