আইনশৃঙ্খলার অবনতি নাকি নির্বাচন কমিশনের ব্যর্থতা ?

পঞ্চায়েত নির্বাচনে হিংসার ঘটনার পর রাজ্যের বিরোধী দলগুলির দাবি, রাজ্যে এই মুহূর্তে কোনও সরকার নেই। তাঁদের মতে, রাজ্যের নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে। 

author-image
Ritika Das
New Update
fire2.jpg

ফাইল চিত্র

নিজস্ব সংবাদদাতা: আইনশৃঙ্খলা পরিস্থিতির কি সম্পূর্ণ অবনতি ঘটেছে? রাজ্য নির্বাচন কমিশন কি তাদের দায়িত্ব পালনে সম্পূর্ণ ব্যর্থ? রাজ্য সরকারও কি আগে থাকতে বুঝতে পারেনি যে, এত হিংসার ঘটনা ঘটতে পারে ? বিরোধী দল, কংগ্রেস এবং বাম দলগুলি দাবি করছে যে, এই মুহূর্তে কোনও সরকার নেই এবং নির্বাচন এখন প্রহসনে পরিণত হয়েছে। 

Rashtrapatni' row: A look at Adhir Chowdhury's past controversial  statements | Latest News India - Hindustan Times

লোকসভার বিরোধী দলনেতা এবং কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী অভিযোগ জানান যে, কেন্দ্রের বিজেপি সরকার, তৃণমূল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অশুভ আঁতাত গঠন করেছে। এমনকি তৃণমূলের একাংশ দাবি করেছে যে, তারা এত হিংসার ঘটনা এবং মৃত্যু দেখে হতাশ এবং লজ্জায় তাঁদের মাথা নত হয়ে গিয়েছে। 

Will Fight Everywhere Required': Adhir Ranjan Chowdhury Hits At Mamata  Banerjee On Poll Proposal To Congressq

পঞ্চায়েত ভোট চলাকালীনও মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিরোধী নেতারা দাবি করেছেন যে, রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছেন।