বৃষ্টি উপেক্ষা করে সায়নী ঘোষের সভায় জনজোয়ার

২১ শে জুলাইয়ের সমর্থনে খড়্গপুর-২ নং ব্লকে বৃষ্টি উপেক্ষা করে সায়নী ঘোষের সভায় জনজোয়ার।

author-image
Aniket
New Update
Screenshot 2025-07-12 5.00.43 PM

নিজস্ব প্রতিনিধি: ২১ শে জুলাই ধর্মতলা চলোর ডাকে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর ২ নং ব্লকের কৃষ্ণনগর প্রাথমিক বিদ্যালয়-এর মাঠে ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জনসভার আয়োজন করা হোলো শনিবার বিকেলে। বৃষ্টি উপেক্ষা করে হাজার হাজার মানুষের ভিড় এই সভায়। পশ্চিমবঙ্গ রাজ্য যুব তৃণমূল কংগ্রেসের সভানেত্রী সায়নী ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শিউলি সাহা, শ্রীকান্ত মাহাতো, ঘাটাল সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা পিংলার বিধায়ক অজিত মাইতি, ডেবরার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর, ঘাটাল সাংগঠনিক জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি সৌরভ চক্রবর্তী সহ অন্যান্যরা।

এদিন ঘাটাল সাংগঠনিক জেলা জুড়ে প্রায় ১০ হাজারের বেশী কর্মী সমর্থকরা উপস্থিত হয়েছিলেন। এদিন এই মঞ্চ থেকে ২১ শে জুলাই সমস্ত যুব কর্মী সহ সমস্ত সংগঠনের নেতা কর্মীদের  ধর্মতলা যাওয়ার আহ্বান জানান। এদিন মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে সরব হোন সায়নী ঘোষ। তিনি এদিন যুক্তি দিয়ে রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের তফাৎ মানুষের সামনে তুলে ধরেন। স্লোগান তোলেন, "দেশ বাঁচাও, বিজেপি হাঁটাও"।