Probha Rani Das
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/wwWzEeD75Wf5ELuQ3KFc.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত চলাকালীন অবমাননার অভিযোগ তুলে গতকাল স্কুল খোলার পরেই বিক্ষোভ দেখায় এলাকাবাসী। এই ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের সুতচড়া প্রাথমিক বিদ্যালয়ে।
/anm-bengali/media/media_files/eT6kXyYQoCYuFV1BlSRO.jpg)
জানা গিয়েছে, জাতীয় সঙ্গীত চলার সময় শিক্ষকরা কেউ উঠে দাঁড়ায়নি। এমনটাই অভিযোগ করেছে। তাই গতকাল প্রথমে মৌন মিছিল ও পরে বিক্ষোভ দেখায় এলাকাবাসীরা। আর তারপরেই স্কুল কর্তৃপক্ষ এলাকাবাসী কাছে ভূল স্বীকার করে ক্ষমা চেয়ে নেয়। তারপরেই এলাকাবাসী বিক্ষোভ উঠে যায়।
/anm-bengali/media/media_files/CbEl212gAGXu9TW3mWZY.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us