ডেরেকের তিনটি প্রশ্নের উত্তর দেবেন কী প্রধানমন্ত্রী?

আজ বারাসাতে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বাংলার মা, বোনেদের সম্মান জানিয়েছেন তিনি বক্তব্যের প্রথমেই। সভামঞ্চ থেকে নারীর ক্ষমতায়নের বার্তা দিয়েছেন তিনি।

New Update
qpouytrew

নিজস্ব সংবাদদাতা: আজ বারাসাতের কাছারী ময়দানে 'নারী শক্তি বন্দনা সম্মান' অনুষ্ঠানে বক্তৃতা রাখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সভা মঞ্চ থেকে তিনি নারীদের ক্ষমতায়নের উদ্দেশ্যে বিশেষ বার্তা দেন। এই প্রসঙ্গে তৃণমূল দলের ডেরেক ওব্রায়েন একটি পোস্ট করেন তাঁর সমাজমাধ্যমে। তিনি লেখেন,

 "আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নারী শক্তির উপর বক্তৃতা দিয়েছেন।

আপনার কাছে ৩টি প্রশ্ন, স্যার:

কেন প্রতি ঘণ্টায় ৫১টি নারীর বিরুদ্ধে অপরাধের ঘটনা ঘটছে?

কেন বিজেপির লোকসভায় ১৩% মহিলা, ১৯৫ জনের প্রকাশিত প্রার্থী তালিকায় কেন মাত্র ১৪% মহিলা?

কেন কুস্তিগীরদের যৌন হয়রানির অভিযোগে বিজেপি সাংসদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি?"

Add 1

cityaddnew

স

Addd 3