বিডিও অফিসে দক্ষিনবঙ্গ মৎস্যজীবী ফোরামের ডেপুটেশন

মিছিল করার পর ডেপুটেশন দিলেন ফোরামের সদস্যরা।

author-image
Debjit Biswas
New Update
WhatsApp Image 2025-10-17 at 9.46.02 AM

deputation

নিজস্ব সংবাদদাতা : পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের, সবং বিডিও (bdo) অফিসে একাধিক দাবি নিয়ে ডেপুটেশন দিল দক্ষিণ বঙ্গ মৎস্যজীবী ফোরামের সবং ব্লক কমিটি। এদিন সবং বাজার এলাকায় একটি মিছিল করার পরেই তাদের একাধিক দাবি নিয়ে তারা সবং বিডিও অফিসে এই ডেপুটেশন জমা দেয়।

digbijay da add

রইলো ভিডিও :