/anm-bengali/media/media_files/YkJuz0eCVTa3izcbS6B2.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা, ঘাটালঃ ফের বঙ্গে ছড়ালো ডেঙ্গুর আতঙ্ক। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক মহিলার মৃত্যু হয়েছে। সূত্র মারফত জানা গিয়েছে যে, মৃতার নাম প্রমিলা ভূঁইয়া (৬০)।
/anm-bengali/media/post_attachments/d6f5a439-8d6.png)
পরিবার সূত্রে জানা গিয়েছে যে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা এলাকার প্রমিলা ভূঁইয়া ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ঘাটাল মহকুমা হাসপাতালে। সেখানে তাঁর অবস্থার অবনতি হলে তাঁকে স্থানান্তরিত করা হয় মেদিনীপুর মেডিকেল কলেজে। জানা গিয়েছে যে, মেদিনীপুর মেডিকেল কলেজেই তাঁর মৃত্যু হয়।
এ ক্ষেত্রে উল্লেখ্য যে, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের সুলতানপুর গ্রাম পঞ্চায়েতের বালিডাঙ্গা, কমরা, সোয়াই এলাকায় ক্রমেই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। এলাকায় এখনও পর্যন্ত মোট ১৫ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। এছাড়াও, স্বাস্থ্য দপ্তর সূত্রে খবর যে এলাকার বহু মানুষের রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছে। আরও জানা গিয়েছে যে, এলাকায় অস্থায়ীভাবে বসেছে মেডিকেল ক্যাম্প। এলাকা সূত্রে আরও জানা গিয়েছে যে, বন্যার জল কমতেই এলাকাগুলিতে ডেঙ্গুর প্রকোপ শুরু হয়েছে।
/anm-bengali/media/post_attachments/bc45ef0ef3ad3c1f4917a71dc2b7660dbe9e0ca77569c29c4af6acc41a22d604.webp)
ঘাটাল পঞ্চায়েত সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পঞ্চানন মন্ডল জানান, '' ডেঙ্গু নিয়ে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছিলেন প্রমিলা ভূঁইয়া তার মৃত্যু হয়েছে। কিন্তু প্রমিলা ভূঁইয়ার শরীরে আরো অনেক জটিল রোগ থাকার কারণেই মৃত্যু হয়েছে। ''
/anm-bengali/media/media_files/aoyCAGIMJ6hmn8cNOa5u.webp)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us