New Update
/anm-bengali/media/media_files/1EvcaaYIZaS3fUEiseiJ.jpg)
ফাইল ছবি
নিজস্ব সংবাদদাতা : বছর শেষ হতে চললো। ডেঙ্গুর প্রকোপ কমার বদলে বেড়েই চলেছে। ফের মৃত্যু হস ডেঙ্গু আক্রান্ত এক রোগীর। ১২ নভেম্বর বেলেঘাটা আইডিতে ভর্তি করা হয় উত্তর ২৪ পরগনার শাসনের বাসিন্দা বছর ৫৪-এর ভরত দাসকে। ১৩ তারিখ তার মৃত্যু হয়।ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি শক সিনড্রোমের উল্লেখ রয়েছে। এই নিয়ে চলতি মরশুমে ডেঙ্গুর বলি হলেন ৭১ জন। বেসরকারি মতে রাজ্যে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা ৯০ হাজারের দিকে এগোচ্ছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us