New Update
/anm-bengali/media/media_files/c6INisZCzUMJ4gD6lAoM.jpeg)
নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা অডিটোরিয়াম হলে ডেঙ্গি, ম্যালেরিয়া নিয়ে আলোচনা সভায় উপস্থিত ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর। উপস্থিত ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির সভাপতি বাদল চন্দ্র মন্ডল, ডেবরা BMOH, ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, সাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, শিক্ষা কর্মাধ্যক্ষ অশ্বিনী সর্দার সহ অনান্যরা। এদিন স্কুলের প্রধান শিক্ষকদেরও আমন্ত্রন করা হয় এদিন। স্কুলের পড়ুয়াদের সচেতন করার নির্দেশও দেওয়া হয়। ডেবরার কোতাই এলাকায় ডেঙ্গুতে আক্রান্তের খবর ব্লক প্রশাষনের কাছে পৌঁচেছে।
/anm-bengali/media/media_files/Iu2qPcWEzUp6W0nFbOj2.jpeg)
এলাকা পরিদর্শনেও গিয়েছিলেন বিডিও থেকে বিএমওএইচ সবাই।
/anm-bengali/media/media_files/mpUywcZVNhioUOU6wvrZ.jpeg)
তাই এলাকায় এলাকায় সচেতনতা বাড়াতেই এদিনের এই বৈঠক।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us