/anm-bengali/media/media_files/2025/07/23/whatsapp-image-2025-07-23-2025-07-23-20-35-50.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পুরুলিয়া : মৃত ব্যক্তির দ্বিতীয়বার ময়নাতদন্তের দাবি জানিয়ে আজ আড়ষা থানা এলাকায় বনধের ডাক দেয় এলাকার বাসিন্দারা। সেই মতো সকালে এলাকাবাসীরা বনধের সমর্থনে রাস্তায় নামলে পুলিশ জোরপূর্বক বনধ তুলে দেয়। বনধ সমর্থনকারীদের উপর লাঠিচার্জ করে এবং কয়েকজনকে আটক করে নিয়ে যায়। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে আড়ষা থানা এলাকায়।
উল্লেখ্য, গত ১৯ তারিখ আড়ষা থানা এলাকার বাসিন্দা বিষ্ণু কুমারের অস্বাভাবিক মৃত্যু হয়। মৃতের পরিবারের লোকজন অভিযোগ তোলেন যে গত ১৬ জুলাই মোবাইল চুরির অভিযোগে বিষ্ণু কুমারকে থানায় ডাকা হয়। পুলিশ মারধর করে ছেড়ে দেয়। বাড়িতে ফিরে খাওয়া দেওয়া ছেড়ে দেয় বিষ্ণু। ১৯ তারিখ তার মৃত্যু হয়। ২০ তারিখ ময়নাতদন্ত হয়। জেলা পুলিশ অভিজিৎ ব্যানার্জী সাংবাদিক বৈঠক করে মৃত ব্যক্তির ময়নাতদন্তের রিপোর্ট দেখিয়ে বলেন যে ফুসফুস, কিডনি এবং হৃৎপিণ্ডের রোগের কারণে মৃত্যু হয়েছে। মৃতের শরীরে নেই কোনো আঘাতের চিহ্ন নেই।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us