গ্যাসের বদলে সিলিন্ডারে জল! দেগঙ্গায় চাঞ্চল্য

উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় রান্নার গ্যাস সিলিন্ডারে গ্যাসের বদলে জল! চার দিন আগে পাওয়া সিলিন্ডার খুলতেই চমকে উঠল পরিবার। তদন্তে নেমেছে কর্তৃপক্ষ।

author-image
Debapriya Sarkar
New Update
x

নিজস্ব সংবাদদাতা : রান্নার গ্যাসের সিলিন্ডার থেকে গ্যাস নয়, বেরোল জল! চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে দেগঙ্গা থানার কার্তিকপুর এলাকায়।

gasc

স্থানীয় এক পরিবার চার দিন আগে একটি গ্যাস সিলিন্ডার পায়। তা সংযোগ করার পর প্রথম দিকে রান্না ঠিকঠাক চলছিল। হঠাৎ একদিন ওভেন বন্ধ হয়ে যায়। সমস্যার কারণ বুঝতে সার্ভিসিংয়ের কর্মীদের খবর দেন পরিবার। পরীক্ষা করে কর্মীরা জানান, সিলিন্ডারের ভিতরে গ্যাস নয়, রয়েছে জল! বিষয়টি জানানো হয় স্থানীয় সাব ডিলারকে। তিনি জানিয়েছেন, পুরো ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

এই ঘটনার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। কীভাবে সিলিন্ডারে জল এল, তা নিয়ে উঠছে প্রশ্ন।