Aniruddha Chakraborty
আপডেট করা হয়েছে
New Update
/anm-bengali/media/media_files/Gx6hvWCIckSyU7ddVUDa.jpg)
File Pic
নিজস্ব সংবাদদাতাঃভোটের ফল প্রকাশের পর কেটে গিয়েছে এক সপ্তাহের বেশি সময়। কিন্তু, হিংসা যেন এখনও থামছে না ভাঙড়ে। মঙ্গলবার রাতে ফের চলল গুলি। গুলিবিদ্ধ তৃণমূলের পরাজিত প্রার্থী হাতেম মোল্লা। তাঁর বাড়ি ভাঙড়ের পানাপুকুর এলাকায়। এদিন চালতাবেড়িয়ার কাছে তাঁকে গুলি করা হয় বলে অভিযোগ। অভিযোগের তির আইএসএফের দিকে। বর্তমানে জিরানগাছা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে হাতেম।
/anm-bengali/media/media_files/0lPr9BxZH1PBdoUmk7zw.jpg)
তৃণমূলের অভিযোগ, রাতে বাড়ি ফেরার পথে রাস্তাতে তাঁর উপর হামলা চালায় আইএসএফের লোকজন। ওই সময় চালতাবেড়িয়ার বেশ কিছু তৃণমূল কংগ্রেসের কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি করা হয় বলেও অভিযোগ। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ঘটনার খবর পেয়ে কাশিপুর থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us