"নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মুসলিম হয়েও এক মহিলাকে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও ধর্ষণ", তরুণজ্যোতি তিওয়ারি

কি বললেন তরুণজ্যোতি তিওয়ারি?

author-image
Aniket
New Update
fg

File Picture

নিজস্ব সংবাদদাতা: এবার তরুণজ্যোতি তিওয়ারি ট্যুইট করে বড় শোরগোল ফেলে দিয়েছেন। 

তিনি বলেছেন, "ভুয়া পরিচয়, প্রতারণা ও ধর্ষণের অভিযোগ!

নকশীপাড়া থানার মামলায় আরিফউদ্দিন বিশ্বাস ওরফে মন্তুর বিরুদ্ধে গুরুতর অভিযোগ—
🔹 নিজেকে হিন্দু পরিচয় দিয়ে মুসলিম হয়েও এক মহিলাকে বিয়ের ফাঁদে ফেলে প্রতারণা ও ধর্ষণ

🛑 অভিযোগ অনুযায়ী গুরুতর অপরাধ:
▪️ কৃষ্ণনগর ও ধুবুলিয়ায় আটকে রেখে একাধিকবার ধর্ষণ
▪️ ধর্ষণের ভিডিও রেকর্ড করা
▪️ ধর্মান্তরের জন্য চাপ, গোমাংস রান্নার নির্দেশ
▪️ Sodomy র জন্য বাধ্য করা
▪️ ১৪ বছর বয়সী মেয়েকে একই অত্যাচারের হুমকি

🔹 পরে টাকা দিয়ে মামলা তোলার চেষ্টা করা হয়

⚖️ আদালত জামিনের আবেদন তৃতীয়বারের মতো খারিজ করলেন।
📌 বিচারকের মতে, এই নৃশংস ঘটনায় হেফাজতে বিচারই উপযুক্ত পথ।

❗ এটা কোনও বিচ্ছিন্ন ঘটনা নয়।
এই ধরনের ঘটনা পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় চলছে।
🔻 কিছু মুসলমান নিজের ধর্ম ও নাম লুকিয়ে হিন্দু মেয়েদের লক্ষ্য করছে।
🔻 শহর ও গ্রামে—সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে এই ফাঁদ ছড়াচ্ছে।

⚠️ সময় থাকতে নিজের পরিবার ও পরিচিতদের সতর্ক করুন। সচেতন থাকুন।"

তরুণজ্যোতি তিওয়ারির এই ট্যুইট ঘিরে শোরগোল শুরু হয়েছে।

GvMn461WwAAofaN

GvMn46jWkAAtd-s