ধর্মতলা চলোর শ্লোগান তুলে ডেবরায় যাত্রা শুরু

ডেবরা থেকে ধর্মতলা চলোর শ্লোগান তুলে বাসে করে  কলকাতার উদ্দেশ্য রওনা দিলো দলীয় কর্মীরা।

author-image
Aniket
আপডেট করা হয়েছে
New Update
Screenshot 2025-07-21 9.46.14 AM

নিজস্ব প্রতিনিধি: আজ ২১ জুলাই, তৃণমূলের শহীদ দিবস। আজ শহীদ দিবসের মঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ২৬ এর মহারণের দামামা বাজাবেন বলে মনে করা হচ্ছে। কারণ ২৬-এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূলের এটাই শেষ ২১ জুলাইয়ের মহাসভা হতে চলেছে। ফলে মানুষের মনে আজকের সভা নিয়ে কৌতূহল রয়েছে চরমে।

রাজ্য অপেক্ষা করছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি সহ দলের বড় নেতৃত্বরা কি বার্তা দেন তা শোনার জন্য। সেই উদ্দেশ্যে রাজ্য জুড়ে তৃণমূল সমর্থকরা হাজির হচ্ছেন সভায়। সেইমত, সোমবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা ওভার ব্রীজ থেকে বাসে করে তৃণমূল কংগ্রেসের দলীয় কর্মীরা কলকাতার উদ্দ্যেশ্যে রওনা দিলেন। এদিন সকালে ডেবরা বাজারে ধর্মতলা চলোর শ্লোগান তুলে বাসে করে শতাধিক নেতা কর্মীরা কলকাতার উদ্দেশ্য রওনা দিলো।