New Update
/anm-bengali/media/media_files/2025/11/15/whatsapp-image-2025-11-15-at-134740-2025-11-15-15-21-39.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: সাত সকালেই চক্ষু চড়কগাছ ব্যবসায়ীদের। ডেবরার একাধিক দোকানে চুরির ঘটনায় চঞ্চল্য। পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের নতুনবাজার এলাকায় একটি বড় বিল্ডিংয়ের সোনার দোকান, অফিস, সহ একাধিক দোকানে চুরির ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। যদিও কয়েকটি দোকানে তালা ভাঙলেও চুরি করতে সক্ষম হয়নি চোরেরা। একটি এজেন্টের অফিসের প্রায় ২০ হাজার টাকা নগদ, সোনার দোকানের কারিগরিদের বিভিন্ন দরকারি জিনিসপত্র চুরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। একাধিক দোকানে তালা ভাঙা, সিসিটিভির হার্ড ডিস্কও নিয়ে উধাও হয়েছে চোরেদের দল। তবে কিছু চুরির মুহুর্ত ধরা পড়েছে সিসিটিভিতে। শনিবার সকালে সেই খবর ছড়িয়ে পড়তেই ডেবরা বাজারে ওই এলাকায় হাজির হয় ডেবরা থানার ওসি পলাশ কুইলা। খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ।
/anm-bengali/media/post_attachments/1b37788b-fa9.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us