New Update
/anm-bengali/media/media_files/2025/09/25/screenshot-2025-09-25-195247-2025-09-25-19-53-18.png)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: গত ২১ সেপ্টেম্বর সন্ধ্যাবেলায় পশ্চিম মেদিনীপুর জেলার ১৬ নং জাতীয় সড়কের ওপর অবস্থিত ডেবরা টোল প্লাজায় বিকট শব্দ করে বাজ পড়ে ও এর ফলে টোল প্লাজার আই টি ডিপার্টমেন্টের একাধিক মেশিন পুড়ে যায়। মেশিনগুলির বাজার মুল্য প্রায় ২২ লক্ষ টাকা। ২১ তারিখ থেকে এখনও পর্যন্ত কিছু কিছু ক্ষেত্রে ম্যানুয়াল কাজ হচ্ছে। ডেবরা টোল ম্যানেজার কুন্দন শাহা বৃহস্পতিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে যেটুকু সমস্যা হচ্ছে সেটা তারা দ্রুত সমাধান করার চেষ্টা চালাচ্ছেন।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/25/screenshot-2025-09-25-195301-2025-09-25-19-53-29.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us