New Update
/anm-bengali/media/media_files/2025/08/05/whatsapp-image-2025-08-05-at-082512-2025-08-05-10-10-17.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ডেবরা হরিমতী হাইস্কুলে দেওয়ালে ও মেঝেতে রক্তের দাগ লক্ষ্য করা যায়। যা নিয়ে রীতিমতো চাঞ্চল্য ছড়ালো এলাকায়। খবর যায় ডেবরা থানায়। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ পুরো স্কুল চত্বর ঘুরে দেখে। তবে কিছুই পাওয়া যায়নি। স্কুলের টিচার্জ ইন চার্জের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমেছে পুলিশ। এই রক্তের দাগ কীভাবে স্কুলের দেওয়ালে ও মেঝেতে এলো তার তদন্ত শুরু করেছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/j4ChO8l2Jk8ig1oDQudx.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us