হুমায়ুনের কবীরের দল তৈরি নিয়ে আরেক হুমায়ুন কবীরের বার্তা- ওয়েট এন্ড ওয়াচ

কিছুদিন আগেই বাবরি মসজিদ নিয়ে ঝড় তুলেছেন হুমায়ুন কবীর।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 5.28.22 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: বৃহস্পতিবার থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের হরিমতী হাইস্কুল মাঠে ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীরের উদ্যোগে শুরু হয়েছে MLA CUP 2025। প্রতি বছর তিনি এই আয়োজন করে থাকেন। ফুটবল প্রেমীদের জন্য তিনি এই খেলা উপহার দেন। এদিনের এই MLA CUP 2025- এর উদ্বোধনের সাংবাদিকদের মুখোমুখি হন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীরের ২২ ডিসেম্বর নতুন দল তৈরী করা নিয়ে প্রশ্ন করলে ডেবরার বিধায়ক উত্তর দেন "ওয়েট এন্ড ওয়াচ, মাঝে তো আর দুটো মাস, তারপর ভোট, তারপরেই দেখা যাবে। তবে আমার বিশ্বাস ২০২৬- এর নির্বাচনে চতুর্থ বারের জন্য মুখ্যমন্ত্রী হচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এটা আগে থেকেই লেখা হয়ে গেছে। আমরা যেই দলটি করি তার নাম তৃণমূল"।

WhatsApp Image 2025-12-11 at 5.28.22 PM (1)