ঘাটালের শিলাবতীর মতো ভাসাপুল হচ্ছে ডেবরার কাঁসাইয়ে

কিছুটা স্বস্তিতে যাত্রীরা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-06-24 at 2.11.31 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দুদিন আগেই কাঁসাই নদীতে হঠাৎ করেই বিপুল পরিমাণ জল দেখা যায়। এর কারণ ঝাড়খন্ডের লাগাতার বৃষ্টি এবং দক্ষিনবঙ্গের বৃষ্টি। জীবনের ঝুঁকি নিয়ে নৌকোতে পারাপার করছে রোগী, পড়ুয়া ও নিত্যযাত্রীরা। তবে ডেবরার টাবাগেড়িয়া এলাকার কাঁসাই নদীতে বর্তমানে জল অনেকটাই নেমেছে। নৌকো বা বাঁশের সাঁকো না করে এবার ঘাট কর্তৃপক্ষ তৈরি করছে ভাসাপুর। ঘাটালের শিলাবতী নদীতে ব্রিট্রিশ আমলের ভাসাপুল রয়েছে। নদীতে অধিক মাত্রায় জল না বাড়লে সেই পুলের ওপর দিয়েই যাতায়াত করা হয়। এবার কিছুটা সেইভাবেই ডেবরার টাবাগেড়িয়া এলাকায় কাঁসাই নদীতেও তৈরি করা হচ্ছে ভাসাপুল। কিছুটা হলেও সুবিধা হবে যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা দাঁড়াতে হবে না। জল বেশী থাকলেও নৌকোতে জীবনের ঝুঁকি নিয়ে পারাপার করতে হবে না। তবে পাকা সেতুর দাবি তুলতে ভোলেনি মানুষজন। 

যদিও এই বিষয়ে ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর বলেন, "আমরা কাজ কিছুটা এগিয়েছিলাম। জায়গা কেনার জন্য টাকাও অনুমোদিত হয়েছে। বর্ষা কেটে গেলে আবার একবার উদ্যোগ নেব। কিছু লোকাল সমস্যা রয়েছে। তা বসে আলোচনার মধ্য দিয়ে মেটাতে হবে"। 

Screenshot 2025-06-24 134125

diguadnew