New Update
/anm-bengali/media/media_files/2025/03/23/dVm5Wr01r7aSdeP6ClVc.png)
File Picture
নিজস্ব প্রতিনিধি: গতকাল রাতে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের মধুবনপুর এলাকায় রেবতী বলরামের পুজো ও মহাপ্রভুর নামযজ্ঞে উপস্থিত হন ডেবরা বিধানসভার বিধায়ক ডঃ হুমায়ুন কবীর।
/anm-bengali/media/post_attachments/30e45c54-f33.png)
এদিন সঙ্গে ছিলেন ডেবরা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সীতেশ ধাড়া, সাস্থ্য কর্মাধ্যক্ষ সেখ সাবির আলি, বিশিষ্ট সমাজসেবী বিবেকানন্দ মুখার্জী সহ অনান্যরা। এদিন তিনি ৫ কেজি বাতাসা ছড়ালেন এই অনুষ্ঠানে এবং বেশ কিছুক্ষণ এলাকাবাসীর সঙ্গে সময় কাটান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us