New Update
/anm-bengali/media/media_files/2025/05/02/JbiQhPk1IL6mdKEnwKoU.jpeg)
File Picture
নিজস্ব সংবাদদাতা: দেবাদ্রিতা চক্রবর্তী, প্রাপ্ত নম্বর ৬৮৯। রাজ্যের সম্ভাব্য মেধা তালিকায় সপ্তম স্থান অধিকার করেছে সে। বাঁকুড়া মিশন গার্লস হাইস্কুলের ছাত্রী দেবাদ্রিতা। বাড়ি বাঁকুড়ার ইন্দপুর ব্লকের নতুনডিহী গ্রামে। বাঁকুড়ার সার্কাস ময়দান এলাকায় ভাড়া থাকে দেবাদ্রিতার পরিবার। ভবিষ্যতে চিকিৎসক হতে চায় দেবাদ্রিতা। কোনও বাধা ধরা নিয়মে নয়, যখন মন চায় তখনই পড়াশোনা করে দেবাদ্রিতা। আর মাধ্যমিকের প্রস্তুতি নিয়েছে সে এই ভাবেই। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে, গান শুনতে ভালোবাসে দেবাদ্রিতা।
/anm-bengali/media/post_attachments/1c3a43fe-233.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us