মৃত্যু! বিক্ষোভ! বন্ধ খনির কাজ

কাজ করতে করতেই দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ গেল খনির নিচে। ক্ষতিপূরণের দাবিতে উত্তাল পাণ্ডবেশ্বর এর বাকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারি। বন্ধ কাজ।

author-image
Pallabi Sanyal
New Update
123

হরি ঘোষ,পাণ্ডবেশ্বর : খনির নিচে কর্মরত অবস্থায় খনি কর্মীর মৃত্যু। মৃত্যু হয় দাউত মিয়া নামে বছর ৫৬ এর এক ইসিএল কর্মীর। ঘটনায় খনি চত্বরে শ্রমিক সংগঠনের বিক্ষোভ। বিক্ষোভের জেরে  বন্ধ খনির তিনটি পিট। জানা যায় রাতে শিফটের নিজের কাজে গিয়েছিলেন দাউত মিয়া, তার সহকর্মী ছিলেন নিতাই ভূঁইয়া নামে এক ব্যক্তি । খনির নিচে হঠাৎ দুর্ঘটনার কবলে পড়ে গুরুতর আহত হন দুজনেই । তাদের দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে  সেখানে চিকিৎসকরা দাউত মিয়াকে মৃত বলে ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন নিতাই ভূঁইয়া । খনি সূত্রে খবর, ঘটনাটি ঘটে সকাল ছয়টা থেকে সাতটার মধ্যে। মৃতের পরিবারের একজনের চাকরি ও ক্ষতিপূরণের দাবিতে বিক্ষোভ চলছে। খনির নিচে নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন। ঘটনাটি ঘটেছে পাণ্ডবেশ্বর এর বাকোলা এরিয়ার তিলাবনী কোলিয়ারিতে।