/anm-bengali/media/media_files/2025/04/28/pkDCb3MELZlUumYnPtD4.jpeg)
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যু। ধুন্দুমার দুর্গাপুরের শোভাপুরের বেসরকারি হাসপাতাল চত্বরে। হাসপাতালের মূল গেটের সামনে সুবিচারের দাবিতে বসে পড়ল রোগীর আত্মীয়রা। চলল স্লোগান। ঘটনাস্থলে পুলিশ। গতকাল রাতে নিরঞ্জয় দেওয়াসি নামে বছর ৩২- এর এক যুবককে দুর্গাপুরের বেসরকারি এক হাসপাতালে ভর্তি করা হয় বুকে ব্যথার জন্য। অভিযোগ, রাতের বেলায় ভর্তি করা হলেও চিকিৎসা হয়নি তার। শেষে আজ সকালে পরিবারের লোকজনকে জানিয়ে দেওয়া হয় রোগী মারা গেছে। এরপর উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল চত্বর। মৃত্যুর খবর পেয়ে রোগীর আত্মীয়রা ক্ষোভে ফেটে পড়েন।
দিন কয়েক আগে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ চলাকালীন কয়েক রাউন্ড গুলি চলেছিল এই হাসপাতালে। সোমবার সকালে ফের চিকিৎসায় গাফিলতির অভিযোগে রোগীর মৃত্যু। রোগীর আত্মীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত মৃত্যুর আসল কারণ না জানা যায় ততক্ষণ পর্যন্ত বিক্ষোভ চলবে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us