মুষলধারে বৃষ্টি, মাটির বাড়ি ভেঙে মৃত্যু!

কোথায় ঘটল এই ঘটনা?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-29 at 6.14.24 PM

নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: মঙ্গলবার দুপুরে পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকের ১ নং ভবানীপুর গ্রাম পঞ্চায়েতের ভবানীপুর এলাকায় মাটির বাড়ির দেওয়ালে চাপা পড়ে মৃত্যু হল এক আদিবাসী সম্প্রদায়ের মহিলার। মৃত মহিলার নাম সূর্যমনী সিং। বয়স-৫৫।  আজ দুপুরে ডেবরায় ভারী বৃষ্টি হচ্ছিল। সেই সময় মাটির বাড়িতেই ছিলেন সূর্যমনী। হঠাৎ করেই বাড়িটি হুড়মুড়িয়ে ভাঙতে থাকে। আর তাতেই দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয় মহিলার। ঘটনাস্থলে ডেবরা থানার পুলিশ উপস্থিত হয়েছে মৃতদেহ উদ্ধারের জন্য। ডেবরা ব্লকের বিডিও প্রিয়ব্রত রাড়ী বলেন, "এই রকম একটি ঘটনা ঘটেছে। এটি বেদনানায়ক ও দুর্ভাগ্যজনক। প্রশাসন মৃত মহিলার পরিবারের সাথে আছে। যা যা করনীয় তা করা হবে"।

Rain