খনির নিচে জলের তোড়ে মৃত্যু ১ কর্মীর! উত্তেজনা

খনিতে উত্তেজনা।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-08-20 at 6.16.36 PM

হরি ঘোষ, অণ্ডাল : খনির নিচে জলের তোড়ে ডুবে মৃত্যু ১ কর্মীর। দুর্ঘটনায় নিখোঁজ হওয়া ৪ জন শ্রমিককে ২ ঘন্টার মধ্যেই সুস্থভাবেই উদ্ধার করা সম্ভব হয়েছে। দুর্ঘটনায় খনির মধ্যে আটকে পড়া শ্রমিকদেরকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা যায়। ঘটনাটি ইসিএল- এর বাঁকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারির। ইসিএল ও ইসিএল- এর কয়লা উৎপাদনকারী বেসরকারি সংস্থার গাফিলতি নিয়ে সরব হয়েছে শ্রমিক সংগঠনগুলি।

বুধবার সকাল ৬ টা নাগাদ বাকোলা এরিয়ার শ্যামসুন্দরপুর কোলিয়ারিতে ঘটে গেল বড় দুর্ঘটনা। মৃত্যু হল বিবেক কুমার মাঝি(২৯) নামক এক শ্রমিকের। নিখোঁজ ৪ শ্রমিককে পরে উদ্ধার করা হয়। কোলিয়ারির ১৬ নম্বর ফেসের ১৯ নম্বর লেভেলে এই দুর্ঘটনাটি ঘটে। কোলিয়ারি সূত্রে জানা যায়, গেইনওয়েল নামক একটি বেসরকারি সংস্থার ৯ জন কর্মী কাজ করছিল। দেওয়ালে গর্ত করার সময় পাশের স্টপিং দেওয়াল ভেঙে সেখানে জল ঢুকে যায়। জলের তোড়ে ভেসে যায় ৫ জন কর্মী। এর মধ্যে মৃত্যু হয় বিবেকের। দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় খনি আধিকারিক ও উদ্ধারকারী দল। ম্যানেজমেন্টের গাফিলতি নিয়ে সরব শ্রমিক সংগঠনের নেতারা। তৃণমূলের শ্রমিক সংগঠন কেকেএসসির নেতা সৌমিক মজুমদার, সিটুর মনোজ মুখোপাধ্যায়রা দাবি করেন যে এই দুর্ঘটনার দায় কর্তৃপক্ষের। খনিগর্ভে নিরাপত্তার গাফিলতি রয়েছে, এর দায় কর্তৃপক্ষ এড়াতে পারে না বলে দাবি করেন তারা। ঘটনাস্থলে উত্তেজনার আঁচ পেয়ে সেখানে এসিপি অণ্ডালসহ পৌঁছয় অণ্ডাল থানার ও উখড়া ফাঁড়ির পুলিশও। কোলিয়ারির কর্মীরা জানান যে এটা প্রথম নয়, এর আগেও একাধিকবার এই কোলিয়ারিতে ঘটেছে দুর্ঘটনা ও মৃত্যু হয়েছে শ্রমিকের। তারপরও থেকে গেছে সুরক্ষায় গাফিলতি।

এই বিষয়ে সংশ্লিষ্ট কোলিয়ারির পার্সোনাল ম্যানেজার পল্লব খাস্তগীর জানান যে খনির নিচে একটা দুর্ঘটনা ঘটেছে শুনেই তিনি ঘটনাস্থলে যান। তিনি দাবি করেন খনির নিচে আটকে পড়া ৪ জন শ্রমিককে সুস্থ ভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে। পুরো বিষয়টি নিয়ে উচ্চপর্যায়ের আলোচনা হবে এবং এই ঘটনার পিছনে ঠিক কি কারণ লুকিয়ে রয়েছে সেটা অনুসন্ধানের চেষ্টা চলছে।

hand-dead-victim-woman-covered-600nw-
ফাইল চিত্র