New Update
/anm-bengali/media/media_files/y9SZ59I8PSFELBlkUKhL.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর: বাগানবাড়ি থেকে রহস্যজনকভাবে ঝুলন্ত দেহ উদ্ধার বরিষ্ঠ তৃণমূল নেতার। মৃত তৃণমূল নেতার নাম নিখিল নায়েক। কমলপুরের বাসিন্দা। খুনের অভিযোগ তুলে সরব হয়েছে স্থানীয়রা। ঘটনাস্থলে যায় দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী এবং কমব্যাট ফোর্স। স্থানীয়দের অভিযোগ, বাগান বাড়িতে মাঝেমধ্যেই যেতেন নিখিল বাবু। উনি এলাকার ভালো সংগঠক এবং ভালো মানুষ ছিলেন। হাঁটুর ওপরের অংশ নেই। অভিযোগ, তাকে খুন করে ঝুলিয়ে দেওয়া হয়েছে। দ্রুত এই ঘটনার সাথে যারা যুক্ত তাদের গ্রেফতার করা না হলে দেহ নিয়ে যেতে দেওয়া হবে না বলে দাবি তাদের। এই ঘটনাকে ঘিরে টানটান উত্তেজনা গোটা এলাকায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/20/whatsapp-image-2025-09-20-2025-09-20-21-28-22.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us