/anm-bengali/media/media_files/2025/09/01/whatsapp-image-2025-08-31-2025-09-01-16-15-27.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: কংসাবতী নদীর জলে ভেসে থাকা এক বৃদ্ধার মৃতদেহ উদ্ধার করল গুড়গুড়িপাল থানার পুলিশ। ঘটনাটি রবিবার সকাল দশটা নাগাদ মেদিনীপুর সদরের লোহাটিকরী এলাকায় ঘটে। স্থানীয় বাসিন্দারা সকালে নদীতে গিয়ে একটি মৃতদেহ জলে ভাসতে দেখেন। তারপরেই খবর দেন পুলিশে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, মৃত বৃদ্ধার নাম প্রভাবতী দাস (৭৮)। বাড়ি লালগড়ের চ্যামিটাড়া এলাকায়। পুলিশের প্রাথমিক অনুমান আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা। জানা গিয়েছে, গত বৃহস্পতিবার থেকে ওই বৃদ্ধা নিখোঁজ ছিলেন। বিভিন্নভাবে পরিবারের লোকজন খোঁজার চেষ্টাও করেন। অবশেষে রবিবার সকালে তার মৃতদেহ উদ্ধার হয় কংসাবতী নদী থেকে। দেহ সনাক্তকরণের জন্য বৃদ্ধার পরিবারে খবর দেয় পুলিশ। পরিবারের লোকজন এসে সনাক্ত করে দেহ। এরপরই মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, পারিবারিক গন্ডগোলের জেরেই ওই বৃদ্ধা আত্মহত্যা করেছেন। নদীতে জল বেশি থাকায় লালগড় থেকে ভেসে গুড়গুড়িপাল এলাকায় চলে আসে দেহ। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/01/whatsapp-image-2025-08-31-2025-09-01-16-15-37.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us