New Update
/anm-bengali/media/media_files/2025/05/21/06aJQ9DzHM5Z2OGHURhu.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: সাতসকালে পুকুর থেকে বছর ৩৫ এর এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। কি কারনে মৃত্যু তা নিয়ে দেখা দিয়েছে ধোঁয়াশা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে।
ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার ১ নাম্বার ওয়ার্ডের। বুধবার সকালে ১ নাম্বার ওয়ার্ডের একটি পরিত্যক্ত পুকুর থেকে এলাকারই বাসিন্দা গণেশ ঘোড়ই (৩৫)- এর মৃতদেহ উদ্ধার করা হয়। পরিবারের সদস্যরা জানায়, কাল অর্থাৎ মঙ্গলবার রাতে বাড়ি ফেরেনি গণেশ। আজ সকালে বাড়ি থেকে কিছুটা দূরে একটি পুকুর থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে চন্দ্রকোনা থানার ক্ষীরপাই ফাঁড়ির পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ও ময়নাতদন্তে পাঠায়। ঘটনাকে ঘিরে এলাকায় দেখা দিয়েছে তীব্র চাঞ্চল্য।
/anm-bengali/media/media_files/rWSf1YdotY34Kqghj1dL.jpg)
/anm-bengali/media/media_files/2025/05/06/KlajZpSrXJIroQpPfEEf.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us