BREAKING: ভোটার তালিকায় ভুরি ভুরি ভূত! ব্যাপারটা কি?

জানুন এই সম্পর্কে।

author-image
Anusmita Bhattacharya
New Update
breaking new 1

নিজস্ব সংবাদদাতা: জলপাইগুড়ি সদরে ভোটার তালিকায় ভুরি ভুরি ভূত। তৃণমূল পরিচালিত খড়িয়া গ্রাম পঞ্চায়েতে ৯০০- র বেশি মৃত ভোটারের অভিযোগ। এর মধ্যে একটি বুথেই ৫৫ জন মৃত ভোটারের নাম রয়েছে বলে অভিযোগ। "নেপথ্যে শাসকদলের রাজনৈতিক অভিসন্ধি", অভিযোগ মৃত ভোটারের পরিবারের। "ভুয়ো ভোটারই তৃণমূলের জয়ের ভিত্তি। তাই ভোটার তালিকার সংশোধনের বিরোধিতা তৃণমূলের", কটাক্ষ করলেন বিজেপি নেতা শংকর ঘোষ।

voter list