ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করেছিল মা-বাবা, এবার অস্বাভাবিক মৃত্যু মেয়ের

পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-12-11 at 12.53.51 PM

নিজস্ব প্রতিনিধি, হুগলি: গত ৬ জুন চন্দননগরের বৈদ্যপোতা এলাকার এক পরিবারের করতে ও কর্ত্রী মেয়ের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। বৃদ্ধ দম্পতি একেন্দ্র নাথ দাস(৮৭) সুনীতা দাস(৮৩) ও তাদের মেয়ে শর্মিষ্ঠা দাসকে অচৈতন্য অবস্থায় বাড়ি থেকে উদ্ধার করা হয়েছিল। চন্দননগর হাসপাতালে নিয়ে গেলে বৃদ্ধ দম্পতির মৃত্যু হয়।

শর্মিষ্ঠার শারীরিক অবস্থা স্থিতিশীল হওয়ায় তাকে ছেড়ে দেওয়া হয়েছিল। পরিবারের অনটনের কারনেই এই সিদ্ধান্ত নিয়েছিলেন বলে সেদিন জানিয়েছিলেন শর্মিষ্ঠা।

এলাকার বাসিন্দারা জানান, গত কয়েকদিন ধরে শর্মিষ্ঠাকেও দেখা যায়নি। এক পরিচিত জানান,খাবার দিয়ে গেলেও খেত না। আজ জানালার ফাঁক দিয়ে প্রতিবেশিরা দেখতে পায় ঘরে পরে রয়েছে শর্মিষ্ঠা। দুর্গন্ধ বেরোচ্ছে। এরপরই পুরসভা ও পুলিশে খবর যায়। চন্দননগর থানার পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। 

পুলিশ ও প্রতিবেশিরা জানিয়েছে, এক সময় এই পরিবার খুবই বিত্তশালি ও স্বচ্ছল ছিল। কোলিয়ারীর ব্যবসা ছিল বাড়ির কর্তার। পরে তাদের আর্থিক অনটনে দিন কাটছিল। তা থেকেই মানসিক অবসাদের কারনে এই পরিনতি হতে পারে বলে অনুমান।

WhatsApp Image 2025-12-11 at 12.53.53 PM