/anm-bengali/media/media_files/w4lZXvGzOESG0TExUs2n.jpg)
নিজস্ব সংবাদদাতা: যৌনতার ফাঁদ পেতে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে লক্ষ লক্ষ টাকার প্রতারণা করার অভিযোগ। বিজেপির এক নেত্রীর মেয়ের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। ঘটনাচক্রে, বিজেপিরই এক নেতা ওই তরুণীর বিরুদ্ধে 'হানিট্র্যাপের' অভিযোগ তোলেন। এইরকম বেশ কয়েকটি অভিযোগ জমা পড়ায় প্রিয়াঙ্কা রায় নামক ওই তরুণীকে গ্রেফতার করেছে পুলিশ।
উত্তর ২৪ পরগনার বসিরহাটের হাড়োয়ার রাখালপল্লির বছর ছাব্বিশের প্রিয়াঙ্কা হাড়োয়ায় বিজেপির মহিলা মোর্চা মণ্ডলের সাধারণ সম্পাদক নমিতা রায়ের মেয়ে। অভিযোগ, ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন নেতাদের সঙ্গে কথাবার্তা, ছবি আদান-প্রদান করে প্রতারণার ফাঁদ পেতে কখনও ধর্ষণ আবার কখনও ধর্ষণের চেষ্টার অভিযোগ তুলে লক্ষ লক্ষ টাকা দাবি করতেন প্রিয়াঙ্কা। বিজেপির বসিরহাট সাংগঠনিক জেলার নেতা রাজেন্দ্র সাহা এই অভিযোগ আনেন।