/anm-bengali/media/media_files/2025/12/02/whatsapp-image-2025-12-02-2025-12-02-18-46-27.jpeg)
নিজস্ব প্রতিনিধি, পশ্চিম মেদিনীপুর: দাসপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড। পুড়ে ছাই একটি নতুন ও পুরাতন বাইক, জল চালানোর মোটর পাম্প, ধান, চাল সহ আরো অনেক জিনিসপত্র।
জানা যায়, মঙ্গলবার বিকেল ৩টে নাগাদ ঘটনাটি ঘটে দাসপুর থানার লক্ষণচক এলাকায়। খবর, ওই গ্রামের বাসিন্দা শুভ্রাংশ পাত্রের বাড়ির সামনে থাকা একটি গোলা ঘরের উনুনে স্ত্রী সুমিতা পাত্র গাই গরুর জন্য জাব সিদ্ধ চাপিয়ে গরুর তাড়ে জল ঢালতে যান। ফিরে এসে দেখেন দাউ দাউ আগুনে জ্বলছে গোলাঘরটি। হাঁকাহাঁকি করে প্রতিবেশীদের সাহায্য নিয়ে তড়িঘড়ি বড় পাম্প চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন তিনি। প্রায় ১ ঘন্টা রীতিমতো হিমশিম খেতে হয় আগুন নেভাতে। কিন্তু তৎক্ষণাৎ সব শেষ ওই আগুনের লেলিহেন শিখায়। রান্নাঘরের একটি কক্ষ, সাথে তিন দিকে দুয়ারে থাকা দুটি নতুন বাইক, চাল ও ধানের বস্তা, একটি জল তোলার মটর, পাইপ সহ একাধিক নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র পুড়ে ছাই হয়ে যায়। প্রায় ৪ লাখ টাকার কাছাকাছি ক্ষয়ক্ষতি হয়েছে ওই অগ্নিকাণ্ডে। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে দাসপুর থানায়।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/12/02/whatsapp-image-2025-12-02-2025-12-02-18-46-05.jpeg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us