New Update
/anm-bengali/media/media_files/2025/10/02/screenshot-2025-10-02-142238-2025-10-02-14-23-26.png)
হরি ঘোষ, দুর্গাপুর: দশমীর সকাল থেকেই আকাশের মুখ ভার। কোথাও মাঝারি, কোথাও আবার মুষলধারে বৃষ্টি। প্রকৃতির এই অবিরাম বৃষ্টিতে ভিজে গেল দুর্গাপুরের ইস্পাত নগরী। সাধারণত দশমীর দিনে ঠাকুর দর্শনে উপচে পড়ে ভিড়, কিন্তু এ বছর ছবিটা একেবারেই অন্যরকম। বৃষ্টির দাপটে রাস্তায় জল থইথই, কাদা আর ভিজে ছাতা হাতে মানুষ বাড়ি থেকে বেরোতেই সাহস পেলেন না। ফলে একাধিক নামী মণ্ডপে দেখা গেল ভিন্ন চিত্র। সাজসজ্জা ঝলমল করলেও দর্শনার্থী প্রায় নেই। উদ্যোক্তারা চিন্তায় আর পুজোপ্রেমীরা মন খারাপ নিয়ে ঘরে বসেই বিদায় জানাতে বাধ্য হলেন। দশমীর পুজো মানেই ভিড়, সিঁদুরখেলা আর আবেগের ঢেউ, কিন্তু দুর্গাপুরের ইস্পাত নগরীর এ বছরের ছবিটা যেন একেবারেই ব্যতিক্রম। আনন্দের রঙ ম্লান করে দিল প্রবল বৃষ্টি।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/10/02/screenshot-2025-10-02-142306-2025-10-02-14-23-56.png)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us