বিপজ্জনক বিদ্যালয়ের শ্রেণীকক্ষ, তবু চলছে পঠনপাঠন

কি কি অভিযোগ রয়েছে?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-07-22 at 4.14.17 PM

নিজস্ব প্রতিনিধি, কাঁকসা: ব্ল্যাক বোর্ডের চক ভেঙে যাওয়ার থেকেও বেশি চিন্তার বিষয় হল দেওয়াল কখন ভেঙে পড়ে সেটা। এমনই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে কাঁকসা ব্লকের রাজবাঁধ নিম্ন বুনিয়াদি বিদ্যালয়। ‌ এই বিদ্যালয়ের প্রাক প্রাইমারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত প্রায় ৪৩ জন পড়ুয়া রয়েছে। শিক্ষক ৩ জন। বিদ্যালয়ের শ্রেণিকক্ষ দুটি। তার মধ্যে ১টি শ্রেণিকক্ষ ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে রয়েছে। ‌ দেওয়ালে বড় বড় ফাটল। বৃষ্টির জল শ্রেণিকক্ষে ঢুকে পড়ে আর তার সঙ্গে ঢোকে বিষধর সাপ। ঝুঁকি নিয়েই শিক্ষক-শিক্ষিকাদের পঠনপাঠন করাতে হয় পড়ুয়াদের। ‌ বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রণব সাহা বলেন, "চরম ঝুঁকি নিয়ে থাকতে হয় বিদ্যালয়ে। পড়ুয়াদের থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকারা সবাই আতঙ্কের মধ্যে থাকে। প্রশাসনের কাছে লিখিতভাবে জানানো হলেও কোনও ব্যবস্থা গ্রহণ করেনি। যতদিন না পর্যন্ত নতুন করে ক্লাসরুম সংস্কার হচ্ছে ততদিন পর্যন্ত আতঙ্ক কাটবে না"। কাঁকসার শিক্ষা দফতরের আধিকারিক সুদীপ সরকার বলেন, "আমরা অভিযোগ পেয়েছি। উর্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত বিদ্যালয়টি সংস্কার করা হবে"।

Screenshot 2025-07-22 160356