New Update
/anm-bengali/media/media_files/PYWPIIHCyC28bL3k8cKQ.webp)
নিজস্ব সংবাদদাতা: বালুরঘাটের (Balurghat) রাস্তায় দাঁড়িয়ে ইঙ্গিত দিয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। তার মাত্র কয়েক ঘণ্টার মধ্যেই বালুরঘাটে দণ্ডিকাণ্ডে (Dandavat Incident) অভিযুক্ত তৃণমূল নেত্রীর (TMC Leader) বিরুদ্ধে বড় পদক্ষেপ নিল দল। যার বিরুদ্ধে মূল অভিযোগ উঠেছিল, সেই প্রদীপ্তা চক্রবর্তীকে (Pradipta Chakraborty) বালুরঘাট পুরসভার (Balurghat Municipality) ভাইস চেয়ারম্যান (Vice Chairman) পদ থেকে সরানোর নোটিশ পাঠানো হল। বিজেপি (BJP) থেকে তৃণমূলে ফেরার জন্য তিন মহিলাকে রাস্তায় দণ্ডি কাটতে বাধ্য করা হয়।
/anm-bengali/media/media_files/x8nOOacR3MH4WGkqWCux.jpg)
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us