পুজোর মুখে পাট চাষের ক্ষতি! দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলি

কেন হল ক্ষতি?

author-image
Anusmita Bhattacharya
New Update
WhatsApp Image 2025-09-03 at 7.14.09 PM

নিজস্ব প্রতিনিধি, ঘাটাল: কয়েক মাসে লাগাতার বন্যা আর এই বন্যার কারণেই ক্ষতি ঘাটাল ব্লকের মনসুকা ১ ও ২ গ্রাম পঞ্চায়েতের মনসুকা, দীর্ঘ গ্রাম, কামারডাঙ্গা, বন হরিসিংপুর সহ বিস্তীর্ণ এলাকার কৃষকদের। কৃষকদের দাবি বন্যায় ধানের চরম ক্ষতি হয় বলেই তারা পাট চাষ করে থাকে। কিন্তু এই বছর পাট চাষে বন্যায় চরম ক্ষতির সম্মুখীন কৃষকরা। তাদের দাবি বন্যার কারণে বিঘের পর বিঘে জমির পাট নষ্ট হয়ে গিয়েছে। পুজোর মুখে পাট চাষের ক্ষতি নিয়ে চরম দুশ্চিন্তায় কৃষক পরিবারগুলি।

জিনিসপত্রের দ্রব্যমূল্য হু হু করে বাড়ার সাথে সাথে বেড়েছে পাটের দাম। গত বছরের চেয়ে ৩-৪ চার হাজার টাকা করে কুইন্টাল প্রতি হলেও এ বছর পাটের দাম বেড়েছে আর বেড়ে হয়েছে ৬-৭ হাজার টাকা করে প্রতি কুইন্টাল। এছাড়াও বন্যার কারণে বিঘের পর বিঘে জমি পাট চাষ করে ক্ষতির মুখে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল ব্লকের পাট চাষীরা। সরকারি সাহায্যের আবেদন করল তারা। ঘাটাল ব্লক প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে পাট চাষীরা তাদের কাছে আবেদন জানিয়েছে পাট চাষে ক্ষতিপূরণের জন্য। বিষয়টি কৃষি দফতরের নজরেও আনা হয়েছে বলে ঘাটাল পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি বিকাশ কর জানিয়েছেন।

Screenshot 2025-09-03 190703